অমৃত/বাহ্য বন্ধু বা গুপ্ত শত্রু


১২
বাহ্য বন্ধু বা গুপ্ত শত্রু


ক্ষীণ বন্য লতা এক, অতি ক্ষুদ্র-কায়,
বিশাল বটের তলে ভূমিতে লুটায়।
বট বলে, “ছায়াময় বাহু প্রসারিয়া
আশ্রয় দিয়াছি তোরে, করুণা করিয়া,


  নতুবা তপন-তাপে শুষ্ক হ’ত দেহ।”
  লতা বলে, “ফিবে লহ অযাচিত স্নেহ।
  তোমার করুণা মোর হইয়াছে কাল, -
  রৌদ্র বিনা হ’য়ে আছি বিশীর্ণ-কঙ্কাল।”
    ____


উপদেশ—সংসারে কে শক্র, কে মিত্র চেনা দায়! অনেককে বন্ধু

বলিয়া মনে হয় বটে, কিন্তু তাহারাই গুপ্ত শত্রু।