অমৃত/দাম্ভিকের পরাজয়
< অমৃত
(পৃ. ১৯)
১৯
দাম্ভিকের পরাজয়
গিরি কহে, “সিন্ধু, তব বিশাল শরীর,
আমার চরণে কেন লুটাইছ শির?
এ অভয় পদে যদি ল’য়েছ শরণ,
কি প্রার্থনা, কহ, আমি করিব পূরণ।”
সাগর হাসিয়া কহে, “আমি রত্নাকর,
আমার অভাব কিছু নাই, গিরিবর;
তব পিতৃ-পিতামত ডুবেছে এ নীরে,
সেই বার্ত্তা দিতে আমি আসি ঘুরে ফিরে।”
____
- উপদেশ—দম্ভ বা অহঙ্কার ভাল নয়। দম্ভপ্রকাশ করিতে গিয়া
অনেক সময় দাম্ভিককে আরও ঘৃণ্য হইতে হয়।