আনন্দী বাঈ/পরিশিষ্ট
১৫৮৩ খৃষ্টাব্দের ৩রা সেপ্টেম্বর তারিখে আনন্দী বাঈ শ্রীমতী কার্পেণ্টারের এক খানি চিত্র-পুস্তকে, “তুমি কি ভাল বাস?” ইতি শীর্ষকে নিম্নে উদ্ধৃত প্রশ্নোত্তরগুলি লিখিয়া রাখিয়াছিলেন। এই প্রশ্নোত্তর-মালায় তাঁহার গুণোন্নত হৃদয়ের একটি সুন্দর আলেখ্য প্রকটিত হইয়াছে।
১। বর্ণ?—শ্বেত।
২। পুষ্প?—গোলাপ।
৩। বৃক্ষ?—আম্র।
৪। দর্শনীয় বস্তু?—পর্ব্বত।
৫। কাল?—সূর্য্যোদয় ও সূর্য্যাস্ত।
৬। ঋতু?—বসন্ত।
গন্ধ?—মালতী ফুলের।
৮। রত্ন?~হীরক।
৯। সৌন্দর্য্য?—সদাচার ও সুন্দরর আকৃতি।
১০। নাম?—রমা, তারা, আনি, গোপাল, বিষ্ণু ও কৃষ্ণ।
১১। চিত্রকর?—সকল চিত্রকরই আমার প্রিয়।
১২। বাদ্যকর?—বীণা ও বেহালার বাদক।
১৩। ভাস্কর-শিল্প?—তাজমহল।
১৪। কবি?—পোপ, মনু ও কালিদাস।
১৫। কবয়িত্রী?—মুক্তা বাঈ ও জনা বাঈ।[১]
১৬। গদ্যলেখক?—গোল্ডস্মিথ, মেকলে, এডিসন ও চিপ্লুণকর শাস্ত্রী [২]।
১৭। ঐতিহাসিক পুরুষ?—সিংহ-হৃদয় রিচার্ড।
১৮। অবকাশ-রঞ্জনের গ্রস্থ?—শ্রীমদ্ভগবদ্গীতা।
১৯। মৃত্যুকালেও কোন গ্রন্থের বিচ্ছেদ অসহ্য বলিয়া বোধ হয়?—ধর্ম্মশাস্ত্র ও জগতের ইতিহাস।
২০। জন্মগ্রহণের যোগ্যকাল?—বর্ত্তমান যুগ।
২১। বাসযোগ্য ভূমি?—সম্প্রতি রোশেল ও পরে স্বর্গ।
২২। আনন্দে সময়ক্ষেপ হয় কখন?—পুস্তক-পাঠ কালে।
২৩। জীবিকা?—সামান্যভাবে জীবনযাত্রানির্ব্বাহের জন্য যাহা করা নিতান্ত প্রয়োজন হইবে, তাহা।
২৪। প্রিয় গুণ কি?—সত্যের অনুসরণ।
২৫। তোর চক্ষে অতীব ঘৃণাকর দোষ কি?—মিথ্যাচার ও নাস্তিকতা।
২৬। কাহার মত হইবার বাসনা হৃদয়ে বলবতী হয়?—কাহারও মত না।
২৭। তোর মতে প্রকৃত সুখ কি?—ভগবন্নিষ্ঠা।
২৮। তোর মতে দুঃখ কি?—নিজের জেদ বজায় রাখা।
২৯। তোর কিসে বিরাগ?—দাসত্ব ও পরাধীনতায়।
৩০। তোর সুখের শেষসীমা কোথায়?—অনুষ্ঠিত কার্য্যের ফল-লাভে।
৩১। তোর চরিত্রে বিশেষ গুণ কি?—এখনও কিছু দেখিতে পাই না।
৩২। তোর স্বামীর প্রধান গুণ কি?—পরোপকার-পরায়ণতা।
৩৩। শ্রেষ্ঠ মানসিক বৃত্তি কি?—প্রীতি।
৩৪। অত্যন্ত শ্রুতিমধুর শব্দ কোন্ গুলি?—প্রীতি, জীবে দয়া, সত্য ও আশা।
৩৫। অতীব শ্রুতি কটু শব্দ কি কি?—“নষ্ট” ও “পরিত্যক্ত।”
৩৬। তোর জীবনের প্রধান উদ্দেশ্য কি?—পরোপকার করিবার যোগ্যতা লাভ করা।
৩৭। তোর হৃদয়পটে কোন বাক্য লিখিত আছে?—হরি দিবেন।
এই সকল প্রশ্নোত্তরের মধ্যে কয়েকটি বিশেষতঃ ৯, ১৮, ১৯, ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯, ৩১, ৩৩, ৩৪, ৩৬ ও ৩৭ সংখ্যক প্রশ্নোত্তরগুলি সকলেরই হৃদয়-পটে উৎকীর্ণ করিয়া রাখিবার যোগ্য। ২১ সংখ্যক প্রশ্নের উত্তরটি তাঁহার পক্ষে ভবিষ্যদ্বাণীস্বরূপ হইয়াছিল। রোশেল ত্যাগের পর শান্তিধাম স্বর্গ ভিন্ন আর কোনও স্থানই তাঁহার বাসের যোগ্য বলিয়া পরিগণিত হইল না।
- ↑ মহারাষ্ট্র সাহিত্যে ভক্তিগাথা রচয়িত্রীদিগের মধ্যে এই দুই রমণীর স্থান অতি উচ্চ। মুক্তা ব্রাহ্মণ-কুমারী ও জনা শূদ্রবংশ-সম্ভূতা দাসীবৃত্তি-জীবিনী ছিলেন। ইঁহারা উভয়েই খৃঃ ১৩শ শতাব্দীতে আবিভূর্তা হইয়াছিলেন।
- ↑ স্বর্গীয় বিষ্ণুশাস্ত্রী চিপলুকর মহারাষ্ট্র সাহিত্যের পক্ষে একাধারে বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত ও বঙ্কিমচন্দ্র ছিলেন।