আলাপ:জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা/আট বছর আগের একদিন

জীবনানন্দ দাশের মৃত্যু হয়েচে ১৯৫৪ সালে সে হিসেবে তার মৃত্যু হয়েচে ৫৪ বছর। আর বাংলাদেশ বা ভারতে কোন লেখকের মৃত্যুর ৬০ বছর পর্যন্ত তার রচনা সমূহের কপিরাইট থাকবে ঐ লেখকের বা তার বংশধরের। সে হিসেবে এ লেখকের রচনা সমূহ এখন পাবলিক ডোমেইনের আওতায় আসে নি। তাই দয়া করে এ কবির আর কোন লেখা এখানে যোগ করবেন না। ২০১৪ সালের আগে এ লেখাগুলো উইকিসোর্সে দেওয়াটা কপিরাইট আইন ভঙ্গ বলে বিবেচিত হবে। ধন্যবাদ।Jayantanth (আলাপ) ০৬:৩৮, ১৮ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

জীবনানন্দ দাশের কবিতাগুলি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাধীন। - Mar11 (আলাপ) ০৪:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা/আট বছর আগের একদিন" পাতায় ফেরত যান।