আলাপ:জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা/আট বছর আগের একদিন
সাম্প্রতিক মন্তব্য: Mar11 কর্তৃক ৮ বছর পূর্বে
জীবনানন্দ দাশের মৃত্যু হয়েচে ১৯৫৪ সালে সে হিসেবে তার মৃত্যু হয়েচে ৫৪ বছর। আর বাংলাদেশ বা ভারতে কোন লেখকের মৃত্যুর ৬০ বছর পর্যন্ত তার রচনা সমূহের কপিরাইট থাকবে ঐ লেখকের বা তার বংশধরের। সে হিসেবে এ লেখকের রচনা সমূহ এখন পাবলিক ডোমেইনের আওতায় আসে নি। তাই দয়া করে এ কবির আর কোন লেখা এখানে যোগ করবেন না। ২০১৪ সালের আগে এ লেখাগুলো উইকিসোর্সে দেওয়াটা কপিরাইট আইন ভঙ্গ বলে বিবেচিত হবে। ধন্যবাদ।Jayantanth (আলাপ) ০৬:৩৮, ১৮ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- জীবনানন্দ দাশের কবিতাগুলি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাধীন। - Mar11 (আলাপ) ০৪:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)