ইঙ্গিত/আম কুড়ান
< ইঙ্গিত
(পৃ. ৯)
আম কুড়ান
আম বাগানে পাড়ার ছেলে মেয়ের ভিড়। হঠাৎ ঝড় উঠিল। বাণী কাঁদকাঁদ স্বরে বলিল, “আমার বড্ড ভয় পাচ্ছে।” বড় ভাই যতীন বলল “হ্যাঃ— খুকী।” দলপতি রমেশ বাণীর পাশে আসিয়া দাঁড়াইল। এ মেয়েটিকে রক্ষা করিবার ভার বিশেষভাবে যেন তাহার উপরই।
যতীন বলিল, “না কুড়ুলে আঁব পাবি কোথা?” “আমি দেব।” বলিয়া রমেশ বাণীর হাত ধরিয়া বাড়ী পৌঁছাইয়া দিতে চলিল।