ইঙ্গিত/চুুড়ী পরা
< ইঙ্গিত
(পৃ. ৭-৮)
চুড়ী পরা
“চুড়ী চা-ই—বালা চা-ই—”
“চুড়ীওলা এদিকে এস।”
মেয়েটি সদর দরজা খুলিয়া ডাকিল। চুড়ীওয়ালা কলতলার আঙ্গিনায় তাহার ঝাঁকা নামাইল।
“বোস, দিদিকে ডেকে আনি।” দিদি আসিলেন। দু’হাত ভরিয়া চুড়ী পরিয়া খুকী দিদির আঁচল ধরিয়া টানিতে লাগিল। “দিদি, তুইও পর্বি, আয়।”
“ছিঃ, আমাকে যে পর্তে নেই।”
সাদা থানের কাপড়ের দিকে চাহিয়া চুড়ীওয়ালার চোখ দুটিও ছলছল করিয়া উঠিল।