ইঙ্গিত/ঘোড় দৌড়
< ইঙ্গিত
(পৃ. ৪৪)
ঘোড় দৌড়
“সই, দুটো টাকা ধার দিতে পার?”
“কেন?”
“ছেলেটার অসুখ, বেদানা খেতে চাচ্ছে, পথ্যি পাঁচনও কিছু নেই।”
“কাল উনি মাইনে পান নি?”
“পেয়েছেন, তা নিয়ে সেই গড়ের মাঠে না কোথায় ঘোড়ার বাজী জিঁত্তে গেছেন। বলেছেন, কাল আঙ্গুর বেদানা সব নিয়ে আসবেন আর নীলরতন সরকারকে এনে দেখাবেন।”