চাঁদার খাতা

“বন্যা-পীড়িতদের-—”

“পাজী, জোচ্চোর, ভণ্ড –এখানে কিছু হবে না।”

ছেলেটিব মুখের কথা কাড়িয়া লইয়া বাবু ধমকাইয়া উঠিলেন।

পক্ক শ্মশ্রু কয়েকটি উকীলকে লইয়া বৃদ্ধ রায় বাহাদুরল আসিয়াছেন, হাতে এক খানি মরক্কো চামড়ার বাঁধান খাতা।

“সহরের পতিতাদের উদ্ধারের জন্য একটি থিয়েটারের ষ্টেজ—”

“আর বল্‌তে হবে না। আপনার মত উদার হৃদয়ের উপযুক্ত কাজই বটে।”

বাবু চাঁঁদার খাতা টানিয়া লইয়া নিজের নামের নীচে অঙ্ক লিখিলেন ১০০০৲ এক হাজার টাকা।