ইঙ্গিত/চুড়ীওয়ালা
< ইঙ্গিত
(পৃ. ২১)
চুড়ীওয়ালা
সুন্দর হাত দু’খানিতে চুড়ী পরাইতে গিয়া চুড়ীওয়ালা যেন কেমন হইয়া গেল। চোখ ভরিয়া হাত দু’খানিই দেখিতেছিল— মুুখের দিকে তাকাইবার অবসর ঘটে নাই।
অনেক দিন চলিয়া গিয়াছে। চুড়ীওয়ালা প্রতিদিন অন্ততঃ দু’তিনবার করিয়া এই গলিতে যাওয়া আসা করে। সেই বাড়ীটার সামনে আসিয়াই জোরে বলিয়া উঠে—“চুড়ী চা-ই—”
এ পর্য্যন্ত সে আর সেই হাত দু’খানিতে চুড়ী পরাইতে পারে নাই।