ইঙ্গিত/বাবার ঘুম
< ইঙ্গিত
(পৃ. ২০)
বাবার ঘুম
“আঃ জ্বালাতন করলে—ঘুমুতে দেবে না দেখ্ছি।” মা চার বছরের ছেলেকে থামাইবার জন্য বৃথাই চেষ্টা করিতেছিলেন। বাবা ছেলেকে জোরে ধম্কাইয়া দিলেন। ছেলে থামিল, বাবা ঘুমাইয়া পড়িলেন।
সকালে উঠিয়া দেখিলেন, ছেলে জ্বরের ঘোরে এলাইয়া পড়িয়াছে। সমস্ত মন গ্লানিতে ভরিয়া গেল।