ইঙ্গিত/নব বিবাহিত
< ইঙ্গিত
(পৃ. ১৫)
নববিবাহিত
নববিবাহিত যুবা একলা বিছানায় ছট্ফট্ করিতেছিল। মলের রুণুঝুণু আর শোনা যায় না।
ক্রমে বাড়ীর সকল কোলাহল থামিয়া গেল—মল বাজিয়া উঠিল।
অঙ্গে একখানি সঙ্কুচিত স্পর্শ অনুভব করিল—তথাপি সে ঘুমের ভাণ করিয়া পাশ ফিরিয়াই রহিল।
কতক্ষণে কোন সাড়া না পাইযা বধূর ঘুম ভাঙ্গাইতে বৃথাই চেষ্টা করিয়া ভাবিল, এবার সেও সত্যই ঘুমাইয়া পড়িবে। কিন্তু ঘুম আর আসিল না।