কালো


প্রথম যখন চারি চক্ষুর মিলন হইয়াছিল, তখন সুরেশের চোখে কালোকে ভালই লাগিয়াছিল। তারপর যতই দিন যাইতে লাগিল ততই মনে হইতে লাগিল, এ কালো নয়—আলো।

একদিন কালোর মা তাঁহার বিদ্যুতের মত মেয়ে গৌরীকে লইয়া এখানে আসিলেন। পরদিনই সুরেশ পরীক্ষার পড়া করিতে হইবে বলিয়া কলিকাতা চলিয়া গেল। কালো ভাবিল, কৈ কালও ত’ যাবার কথা কিছু বলেন নি।