রাজবন্দী

বন্দী আজ রাজার করুণায় মুক্ত। এই করুণার দান গ্রহণ করিয়া তাহার মন একটা কুণ্ঠায় ভরিয়া গিয়াছিল, তথাপি গ্রামে এই চির-পরিচিত পথে অসিতে সে হঠাৎ উৎফুল্ল হইয়া উঠিল।

গৃহের আঙ্গিনায় আসিয়া ডাকিল “মা।” মা ছুটিয়া আসিলেন। বাবা বলিলেন, “লক্ষীছাড়াকে দূর করে দাও।” বোন্‌ গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া দাঁড়াইল।