ইঙ্গিত/ফিরিওয়ালা
< ইঙ্গিত
(পৃ. ৩৪)
ফিরিওয়ালা
“বাবু এটি রাখুন, বেশ জিনিস।”
“কত নেবে?”
“দশ আনা।”
“বড্ড বেশী।”
একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল “আচ্ছা, আট আনাই দেবেন।”
“না, দরকার নেই।”
সন্ধ্যা হইয়া আসিয়াছে। ফিরিওয়ালা মুখ কালি করিয়া উঠিয়া গেল। পয়সা কয়টি পাইলে আজকার আহারটা জুটিত।