ইঙ্গিত/বোবা
< ইঙ্গিত
(পৃ. ৩৫)
বোবা
বোবা হইলেও তাহার বিবাহ হইয়াছিল। বাপের বাড়ীতে সে সবার কাছেই ইঙ্গিতে তাহার সকল ভাব প্রকাশ করিতে পারিয়াছে। এ নূতন লোকটি কি বুঝিবে? ইহার সংস্পর্শে আসিয়া তাহার মনে যে একটা নূতন ভাব জাগিয়াছে, তাহাকেই প্রকাশ করিবার জন্য সে বিশেষ ভাবে ব্যাকুল হইয়া উঠিয়াছিল।
লোকটি তাহার চোখের দিকে তাকাইয়া থাকে,—কিছু ধরিতে না পারিয়া তাহার দেহটিকেই জড়াইয়া ধরে। বোবা ভাবে, হয়ত বুঝাইতে পারিয়াছি।