প্রবেশদ্বার


কোন সাহিত্যকর্মের কপিরাইট যাঁর কাছে আইনতঃ ভাবে রয়েছে (যেমন: লেখক, লেখকের উত্তরাধিকারী, প্রকাশক ইত্যাদি), তিনি চাইলে তাঁর পূর্ব-প্রকাশিত সাহিত্যকর্মের কপিরাইট কিছু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে মুক্ত করে উইকিসংকলনে রাখতে পারেন।

কেন করবেন?

আপনার কী সুবিধে?

  • প্রতি লেখকের জন্য উইকিমিডিয়ার মতো জনপ্রিয় ওয়েবসাইটে একটি নির্দিষ্ট পাতা তৈরি করে রাখা হয়, যা ইন্টারনেটের বিভিন্ন সার্চ ইঞ্জিনে ওপরের দিকে আসে বলে সহজেই অনুসন্ধান করা যায় এবং সকলের নজরে আসে।
  • আপনার বইয়ের পাঠকসংখ্যা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উইকিসংকলনের গত বছরের দর্শকসংখ্যা দেখুন।
  • আপনার কোন বই যদি আর নতুন করে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলি আবার আপনার গুণমুগ্ধ পাঠকদের কাছে নতুন করে পৌঁছনোর সুযোগ থাকে।
  • ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এবং ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার অ্যালাইক লাইসেন্সগুলিতে মুক্ত করলে আপনার কপিরাইট অধিকার ব্যাহত হয় না। সাহিত্যকর্মের কপিরাইট আপনারই থাকবে।
  • যে শর্তে আপনি আপনার সাহিত্যকর্ম মুক্ত করছেন, তা কেউ অমান্য করলে, আপনি আগের মতই সরাসরি আইনতঃ ব্যবস্থা নিতে পারবেন।

উইকিসংকলনেই কেন মুক্ত করবেন?

  • উইকিসংকলন একটি মুক্ত জ্ঞানের আকর। এখানে যে সমস্ত সাহিত্যকর্ম থাকে, সেগুলি পৃথিবীর সকল মানুষের জ্ঞানবৃদ্ধিতে কাজে লাগে।
  • এই ওয়েবসাইট ব্যবহার করতে কোন অর্থ খরচ করতে হয়না। এটি চিরকাল একটি বিনামূল্যের ওয়েবসাইট হয়েই থাকবে। ফলে এই ওয়েবসাইট এমন অনেক মানুষের কাজে লাগে, যাঁদের খুব একটা আর্থিক সামর্থ্য নেই।
  • উইকিসংকলন চিরকাল একটি মুক্ত অবাণিজ্যিক ওয়েবসাইট হিসেবে রয়ে যাবে। অতএব এই ওয়েবসাইট কখনো কোন লাভজনক কম্পানির মালিকাধীন হবে না।
  • এটি শুধুমাত্র ডিজিট্যাল স্ক্যানের একটি গ্রন্থাগার নয়, এখানে স্ক্যানের ওসিআর করে ইউনিকোডে পরিবর্তন করা হয়ে থাকে, যাতে গুগল, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন দ্বারা খুব সহজেই লেখাগুলিকে খুঁজে বের করা সম্ভব হয়।
  • ওসিআর করা লেখাগুলি স্বেচ্ছাসেবকদের দ্বারা নিখুঁতভাবে প্রুফরিডিং করার চেষ্টা করা হয়ে থাকে। ভুল থাকলে তা সংশোধন করাও অত্যন্ত সহজ। ফলে আপনার লেখার গুণমানের কোন পরিবর্তন হবে না।
  • উইকিডাটার মত বিশ্বের বৃহত্তম ডাটাবেসে আপনার বইয়ের মেটাডাটা জমা করা হবে, যা বিশ্বের বিভিন্ন গ্রন্থাগারের সঙ্গে সহজেই লিঙ্ক হয়ে থাকবে।
  • প্রয়োজনমত লেখার ভেতরের বিষয়গুলি বিভিন্ন ভাবে উইকিপিডিয়া নিবন্ধগুলির সাথে সংযোগ করা হয়ে থাকে, ফলে আপনার বইয়ের ভেতরের কোন বিষয় সম্বন্ধে কেউ আরো ভালো করে জানতে চাইলে তা সহজেই করতে পারেন।
  • উইকিসংকলন কোন পাইরেসি ওয়েবসাইট নয়। উইকিসংকলন আপনার কপিরাইট অধিকারকে অত্যন্ত সম্মান করে এবং আপনার লিখিত অনুমতি ছাড়া আপনার কপিরাইটের অধিকারের অধীনে কোন সাহিত্যকর্মকে স্থান দেবে না।