সাহায্য:কপিরাইট/মুক্ত লাইসেন্স

প্রবেশদ্বার


ভূমিকা
উইকিসংকলনে কপিরাইট কেন গুরুত্বপূর্ণ তা জানুন।

পাবলিক ডোমেইন
পাবলিক ডোমেইন বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কিভাবে তা নির্ণয় করা হয় তা জানুন।

মুক্ত লাইসেন্স
মুক্ত লাইসেন্স বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কোন কোন মুক্ত লাইসেন্সের বইপত্র রাখা হয় তা জানুন।

কপিরাইটের মুক্তি
কোন সাহিত্যকর্মের কপিরাইটের মালিক কিভাবে উইকিসংকলনে তাঁর কপিরাইটাধীন বইপত্র রাখতে পারবেন তা জানুন।

নির্দেশিকা
উইকিসংকলনের বিভিন্ন পাতায় কপিরাইট সংক্রান্ত তথ্য কিভাবে দিতে হবে তা জানুন।

ট্যাগ
উইকিসংকলনে কি কি কপিরাইট লাইসেন্স ব্যবহার করা যায় তা জানুন।



 মুক্ত লাইসেন্স বলতে এমন কিছু কপিরাইট লাইসেন্স বোঝায় যার মাধ্যমে কোন সাহিত্যকর্ম বা শিল্পকর্মের রচয়িতা তার কপিরাইটের অধীন সৃষ্টিকে জনগণের মধ্যে মুক্তভাবে ও বিনামূল্যে ছড়িয়ে দিতে পারেন। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সগুলি এই রকম কিছু মুক্ত লাইসেন্সের সমষ্টি।

 উইকিসংকলনে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অন্তর্গত কয়েকটি মুক্ত লাইসেন্স অনুমোদিত অর্থাৎ কোন লেখক তার রচিত বইপত্রগুলি যদি এই সকল লাইসেন্সে মুক্ত করেন, তবে উইকিসংকলনে সেগুলি স্থান পাবে। লেখকের মৃত্যুসাল বা বইপত্রের প্রকাশসাল তখন কপিরাইটের জন্য বিচার্য হবে না।

প্রতীক সংক্ষেপে লেখকের
কপিরাইট
কৃতিত্ব
প্রদান
একই লাইসেন্সে
অনুলিপি ও বিতরণ
পুনর্মিশ্রণ বাণিজ্যিক
ব্যবহার
উইকিসংকলন
CC0 icon CC0
CC BY icon CC-BY
CC-BY-SA icon CC-BY-SA
CC-by-NC icon CC-BY-NC
CC-BY-ND icon CC-BY-ND
CC-BY-NC-SA icon CC-BY-NC-SA
CC-BY-NC-ND icon CC-BY-NC-ND


 সুতরাং, দেখা যাচ্ছে,

  • একমাত্র CC0 লাইসেন্স ছাড়া বাকি সব লাইসেন্সে লেখকের কাছে কপিরাইট থাকবে এবং লেখককে কৃতিত্ব প্রদান করতেই হবে।
  • উইকিসংকলনে শুধুমাত্র সেই সকল লাইসেন্সের অধীনে বইপত্র রাখা যাবে, যাতে অনুলিপি ও বিতরণ, পরিবর্তন ও পুনর্মিশ্রণ এবং অবাণিজ্যিক ও বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেওয়া থাকবে।