সাহায্য:কপিরাইট/নির্দেশিকা



ভূমিকা
উইকিসংকলনে কপিরাইট কেন গুরুত্বপূর্ণ তা জানুন।

পাবলিক ডোমেইন
পাবলিক ডোমেইন বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কিভাবে তা নির্ণয় করা হয় তা জানুন।

মুক্ত লাইসেন্স
মুক্ত লাইসেন্স বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কোন কোন মুক্ত লাইসেন্সের বইপত্র রাখা হয় তা জানুন।

কপিরাইটের মুক্তি
কোন সাহিত্যকর্মের কপিরাইটের মালিক কিভাবে উইকিসংকলনে তাঁর কপিরাইটাধীন বইপত্র রাখতে পারবেন তা জানুন।

নির্দেশিকা
উইকিসংকলনের বিভিন্ন পাতায় কপিরাইট সংক্রান্ত তথ্য কিভাবে দিতে হবে তা জানুন।

ট্যাগ
উইকিসংকলনে কি কি কপিরাইট লাইসেন্স ব্যবহার করা যায় তা জানুন।



উইকিসংকলনে বিভিন্ন পাতায় কপিরাইট সংক্রান্ত তথ্য প্রদান করা অত্যন্ত জরুরি। এই পাতায় সেই সংক্রান্ত নির্দেশিকা পাবেন।

  • মূল নামস্থানে অবস্থিত কোন বইয়ের প্রচ্ছদ পাতার নীচে সেই বইয়ের কপিরাইট অবস্থার সূচক টেমপ্লেট প্রদান করা বাধ্যতামূলক।
  • প্রত্যেক লেখকের পাতার নীচের দিকে সেই লেখকের কপিরাইট অবস্থার সূচক টেমপ্লেট প্রদান করা বাধ্যতামূলক।
  • অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে
    • দুই রকমের কপিরাইট টেমপ্লেট স্বতন্ত্রভাবে প্রদান করতে হবে যা মূল সাহিত্য ও অনুবাদ সাহিত্য উভয়ের কপিরাইট অবস্থা সম্বন্ধে তথ্য প্রদান করবে। এই কাজের জন্য {{অনুবাদ লাইসেন্স}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন।
    • উইকিসংকলন সম্প্রদায় দ্বারা অনুবাদ CC-BY-SA লাইসেন্সে মুক্ত করা বাধ্যতামূলক। অনুবাদ নামস্থানে অবস্থিত এই সব বইয়ের প্রচ্ছদ পাতার নীচে মূল ও অনুবাদের কপিরাইট অবস্থার সূচক টেমপ্লেট প্রদান করা বাধ্যতামূলক।
  • সাময়িক পত্রপত্রিকার ক্ষেত্রে
    • শুধুমাত্র প্রতিটি সংখ্যার কপিরাইট অবস্থা প্রকাশসাল অনুসারে বিচার করতে হবে তাই নয়, সেই সংখ্যাতে প্রকাশিত প্রতিটি নিবন্ধের জন্য পৃথক পৃথক ভাবে কপিরাইট অবস্থা বিচার করতে হবে।
    • লেখক যদি সাময়িকপত্রের বৈতনিক কর্মচারী হন, তবে নিয়োগকালীন তাঁর সব লেখাতেই সার্বিক পরিষেবা চুক্তি অনুযায়ী সাময়িকপত্রের কপিরাইট অধিকার থাকে। লেখকের কোন কপিরাইট অধিকার থাকে না।
    • যদি কোন নির্দিষ্ট রচনার জন্য লেখকের সঙ্গে সাময়িকপত্রের আর্থিক চুক্তি থাকে, তবে বিশেষ পরিষেবা চুক্তি অনুযায়ী সাময়িকপত্রের শুধু সেই লেখাটির কপিরাইটের অধিকার থাকে। লেখকের অন্যান্য লেখার কপিরাইট লেখকের থাকে।
    • সাময়িকপত্রের সঙ্গে লেখকের কোন আর্থিক চুক্তি না থাকলে, লেখকের কাছে কপিরাইট অধিকার থাকে।
  • উইকিসংকলনে যে কোন ফাইল আপলোড হলে সঠিক কপিরাইট টেমপ্লেট যোগ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে কপিরাইট টেমপ্লেট না থাকলে ফাইলটি অপসারণের জন্য মনোনীত হতে পারে।