উইকিসংকলন:কর্মশালা/আসাম বিশ্ববিদ্যালয়/১
উইকিসংকলন কর্মশালা
আয়োজক: বাংলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয়
স্থান- আসাম বিশ্ববিদ্যালয়
সময় - ১৮ই মে, ২০১৮
যোগাযোগ-
উইকিমিডিয়া কমন্সে কর্মশালা/আসাম বিশ্ববিদ্যালয়/১ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- - Dr. Bir, সরসুনা কলেজ
- - শান্তনু সরকার, আসাম বিশ্ববিদ্যালয়
উইকিসংকলন কর্মশালা পরিচালক - Bodhisattwa
প্রয়োজনীয় লিঙ্ক -
- নথিভুক্তি - https://docs.google.com/forms/d/1jkpt33ENSbvn47MqkzInbvK5rxV2MQGWSO5AOE4huzg
- ড্যাশবোর্ড লিঙ্ক - https://outreachdashboard.wmflabs.org/courses/উইকিসংকলন/উইকিসংকলন_কর্মশালা,_শিলচর_ও_কর্মশালা_পরবর্তী_২_মাসের_কার্যকলাপ_
- ইথারপ্যাড লিঙ্ক - https://etherpad.wikimedia.org/p/bnws-au
প্রয়োজন
- ইন্টারনেট সংযোগ/ওয়াইফাই - আয়োজকরা সরবরাহ করবেন/অংশগ্রহণকারীদের নিয়ে আসবেন
- প্রোজেক্টর - আয়োজকরা সরবরাহ করবেন
- ব্যক্তিগত ল্যাপটপ - অংশগ্রহণকারীদের নিয়ে আসতে হবে
সম্ভাব্য বিষয়সূচী
- উইকিসংকলন কি ও কেন?
- কর্মপদ্ধতি
- হাতে নাতে কর্মশালা
- পারস্পরিক আলোচনা ও চিন্তার খোরাক
রিপোর্ট
১৮ই মে, ২০১৮ তারিখে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েকজন বিভাগীয় শিক্ষক অংশগ্রহণ করেন। বাংলা বিভাগে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে শুরুর প্রায় এক ঘণ্টা কর্মশালার কাজ করা সম্ভব হয়নি। কম্পিউটার ল্যাবে ভালো প্রজেক্টর না থাকায় কর্মশালা পরিচালনায় সমস্যার সম্মুখীন হতে হয়। এতদসত্ত্বেও অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখহে পড়ার মত। তাঁদের বেশিরভাগেরই ল্যাপটপ না থাকায় কয়েকজনকে একটি করে ডেস্কটপ কম্পিউটার ভাগ করে কাজ করতে হয়। কর্মশালায় উইকিমিডিয়া প্রকল্প ও উইকিসংকলনের ওপর প্রাথমিক ভূমিকার পর কয়েকজনের অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং কিছু গুরুত্বপুর্ণ টেমপ্লেটের ব্যবহার দেখিয়ে উইকিসংকলনের কিছু প্রাথমিক কাজ হাতে নাতে শেখানো হয়।
|