উইকিসংকলন:কর্মশালা/যাদবপুর বিশ্ববিদ্যালয়/১

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগের অর্থানুকূল্যে জাতীয় স্তরের আলোচনা চক্র

আয়োজক: সরসুনা কলেজ

সহযোগী : ভাষা ও ভাষাবিজ্ঞান শাখা, যাদবপুর বিশ্ববিদ্যালয়

বিষয়: বাংলা ভাষা ও সাহিত্যে প্রযুক্তিগত সম্ভাবনা

কে. পি. বসু মেমোরিয়াল হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

স্থান- কে. পি. বসু মেমোরিয়াল হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

সময়- ২৫শে নভেম্বর, ২০১৬, বিকেল ৪:১৫-৬:১৫ ৫:২০ - ৬:০০

যোগাযোগ- তন্ময় বীর, অধ্যাপক, সরসুনা কলেজ

উইকিসংকলন কর্মশালা পরিচালক - বোধিসত্ত্ব মণ্ডল জয়ন্ত নাথ

প্রয়োজনীয় লিঙ্ক -

প্রয়োজন

  • ইন্টারনেট সংযোগ/ওয়াইফাই - আয়োজকরা সরবরাহ করবেন
  • প্রোজেক্টর - আয়োজকরা সরবরাহ করবেন
  • ব্যক্তিগত ল্যাপটপ - অংশগ্রহণকারীদের নিয়ে আসতে হবে

অংশগ্রহণকারী

রিপোর্ট

প্রথম থেকেই অনুষ্ঠান দেরীতে শুরু হওয়ায় উইকিসংকলন কর্মশালার জন্য শেষ ৪০ মিনিট বরাদ্দ হয়। সেই কারণে হাতে নাতে কর্মশালার পরিবর্তে উইকিসংকলন নিয়ে শ্রোতাদের মধ্য কিছু ধারণা তৈরি করা হয়। যে সমস্ত বিষয় নিয়ে বক্তব্য রাখা হয় - সেগুলি হল -

  1. প্রুফরীড এক্সটেনশন - (ভারতশিল্পে মূর্তি)
  2. গুগল ওসিআর, OCR4Wikisource, গুগল ওসিআর জাভাস্ক্রিপ্ট - (ছায়া-বিজ্ঞান)
  3. {{AC}} - (পদাবলী-মাধুর্য্য)
  4. Alex brollo দ্বারা নির্মিত নতুন প্রতিলিপিকরণ স্ক্রিপ্ট - (Márk Likhita Susamácár)

উইকিসংকলন সম্বন্ধে সাধারণ শ্রোতা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অধ্যাপকদের মধ্যে প্রায় কোন ধারণাই ছিল না এবং উইকিসংকলনে সকলের অলক্ষ্যে এত নিখুঁত ভাবে এত বিস্তৃত কাজ হচ্ছে শুনে অনেকেই অবাক হন। অনুষ্ঠানের শেষে কয়েকজন উৎসাহীদের সঙ্গে সামান্য আলাপচারিতার সুযোগ হয়। পেন্সিলভ্যানিয়ায় একটি গ্ল্যাম, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে অধীনে লেখা প্রকাশ, গবেষণায় উইকিসংকলনকে ব্যবহার, ভবিষ্যৎ কর্মশালা ইত্যাদি কিছু বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪৫, ২৭ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]