উইকিসংকলন:গ্ল্যাম

প্রবেশদ্বার

 গ্ল্যাম (ইংরেজি GLAM হতে; বিস্তারে Galleries, Libraries, Archives, Museums, অর্থাৎ প্রদর্শনী, গ্রন্থাগার, সংরক্ষণাগার ও সংগ্রহালয়) প্রকল্পের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ঐতিহ্য সংরক্ষণ প্রতিষ্ঠানগুলি তাঁদের সংগ্রহগুলির উইকিমিডিয়া প্রকল্পগুলির মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নেয়। উইকিসংকলন প্রকল্পের সাহায্যে মূলতঃ গ্রন্থাগার ও আর্কাইভগুলি তাদের সংগ্রহে থাকা কপিরাইটমুক্ত বই, নথিপত্র, সংবাদপত্র, পত্রিকা, পুঁথিগুলিকে বিশ্বের দরবারে হাজির করে।

 উইকিসংকলন প্রকল্প শুধুমাত্র একটি মুক্ত ও বিনামূল্যের অনলাইন পাঠাগার ও সংরক্ষণাগার নয়। এই প্রকল্পের সাহায্যে স্ক্যান হয়ে থাকা বইগুলিকে ইউনিকোডে রূপান্তর করে মুদ্রণ সংশোধন করে বিভিন্ন সার্চ ইঞ্জিনে বইগুলির ভেতরের লেখাগুলিকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব হয়। সেই কারণে বিশ্বের বিভিন্ন গ্রন্থাগারগুলি উইকিসংকলনে তাদের বইপত্রের সম্ভার জমা করে সকলের সঙ্গে ভাগ করতে পছন্দ করে।

 আপনিও কি কোন গ্রন্থাগার বা আর্কাইভের সঙ্গে যুক্ত এবং আপনাদের সংগ্রহের বাংলা বইপত্রগুলিকে অনলাইনে সংরক্ষণ করতে চাইছেন? উইকিসংকলন আপনার পছন্দের জায়গা হতেই পারে। কিভাবে আপনি গ্ল্যাম প্রকল্পের যুক্ত হতে পারবেন, তা জানতে এখানে ক্লিক করুন।

“ভাবুনতো এমন এক পৃথিবীর কথা, যেখানে সমস্ত জ্ঞানে সব মানুষের থাকবে অবাধ প্রবেশাধিকার। আর এটাই আমাদের প্রতিজ্ঞা।”