উইকিসংকলন:গ্ল্যাম/রামমোহন লাইব্রেরি অ্যাণ্ড ফ্রি রিডিং রুম

প্রবেশদ্বার

রামমোহন লাইব্রেরি গ্ল্যাম প্রকল্পে আপনাকে স্বাগতম!
ভূমিকা
রামমোহন লাইব্রেরি অ্যাণ্ড ফ্রি রিডিং রুম ভারতের কলকাতা শহরে অবস্থিত একটি শতাব্দী-প্রাচীন গ্রন্থাগার। এই গ্রন্থাগারে বহু দুষ্প্রাপ্য বই, পুঁথি, পত্র-পত্রিকা ইত্যাদি রয়েছে, যার মধ্যেকপিরাইট মুক্ত সংগ্রহগুলিকে স্ক্যান করে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের তরফে উইকিসংকলনের জন্য আপলোড করা হবে এবং ভবিষ্যতে লেখাগুলিকে ইউনিকোডে রূপান্তরিত করে মুদ্রণ সংশোধন করা হবে। সকলকে এই গ্ল্যাম প্রকল্পে অবদান রাখা ও মুক্ত জ্ঞান বিতরণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে!

এই গ্ল্যাম প্রকল্প পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলরামমোহন লাইব্রেরি অ্যাণ্ড ফ্রি রিডিং রুম - এই সংগঠনগুলির মধ্যে যৌথ সহযোগিতায় তৈরি হয়েছে।
কিভাবে সাহায্য করবেন?
  • উইকিমিডিয়া কমন্সে:
    • এই প্রকল্পে যে ফাইল আপলোড হয়েছে তার সঠিক বিষয়শ্রেণীকরণ করুন
  • উইকিসংকলনে:
    • এই প্রকল্পে যে বইপত্র আপলোড হয়েছে তার মুদ্রণ সংশোধন করুন
    • মুদ্রণ সংশোধন হয়েছে এমন বইপত্রের বৈধকরণ করুন
  • উইকিউপাত্তে:
    • এই প্রকল্প সংক্রান্ত তথ্যের উপাত্ত তৈরি ও সমৃদ্ধ করুন
প্রগতি
সময়ক্রম
সিআইএস-এ২কের তরফ থেকে স্ক্যানার ও ল্যাপটপ প্রদান করা হচ্ছে।
  • ১লা জুন, ২০২৪ - পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে রামমোহন লাইব্রেরিকে আনুষ্ঠানিকভাবে গ্ল্যাম প্রকল্পের অনুরোধ
  • ১৯শে জুন, ২০২৪ - রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে সম্মতি জানিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত
  • ২৬শে জুন, ২০২৪ - রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে আনুষ্ঠানিক উত্তর ও প্রথম ক্যাটালগ প্রদান
  • ২৮শে জুলাই, ২০২৪ - উইকিসংকলন আড্ডায় সম্প্রদায়কে হালনাগাদ
  • ৩রা আগস্ট, ২০২৪ - রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে দ্বিতীয় ক্যাটালগ প্রদান
  • ৫ই আগস্ট, ২০২৪ - সিআইএস-এ২কের কাছে উদ্বৃত্ত স্ক্যানার ও ল্যাপটপের জন্য মেল মারফত আনুষ্ঠানিক অনুরোধ
  • ১৯শে আগস্ট, ২০২৪ - রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে তৃতীয় ক্যাটালগ প্রদান
  • ২৬শে আগস্ট, ২০২৪ - সিআইএস-এ২কের কাছে উদ্বৃত্ত স্ক্যানার ও ল্যাপটপের জন্য মেটা উইকিতে অনুরোধ
চিত্রশালা

চিত্রশালা তৈরি করার জন্য এখানে ক্লিক করুন

সদস্য
এই গ্ল্যাম প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখা যেতে পারে, যেমন:
  • উইকিমিডিয়া কমন্স
  • উইকিউপাত্ত
  • উইকিসংকলন

এই গ্ল্যাম প্রকল্প সকলের জন্য উন্মুক্ত, তাই এই বিষয়ে আপনি উৎসুক হলে দয়া করে নীচের তালিকায় আপনি আপনার নাম যোগ করে এই প্রকল্পে বিভিন্নভাবে অবদান রাখতে পারেন।



অংশগ্রহণ করতে ক্লিক করুন
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন:
ফেসবুকে শেয়ার করুনএক্সে শেয়ার করুন
গ্ল্যাম নিউজলেটার পড়ুন:

উইকিমিডিয়ার তরফে
যোগাযোগ করুন:
SubhayanDG
প্রতিষ্ঠানের তরফে
যোগাযোগ করুন:
S. Mitra (rammohunlibraryafrr@gmail.com)
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট