বেলায়েত সম্পাদনা

বাংলা উইকিসংকলনের প্রতিষ্ঠাতা বেলায়েতের নাম আমি নিষ্ক্রিয়তার জন্য প্রশাসকতা থেকে অপসারণের প্রস্তাব করছি৷ বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় থাকলেও এখানে তাঁর শেষ সম্পাদনা ২২ ডিসেম্বর ২০১৩৷ Hrishikes (আলাপ) ০২:১০, ২২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  নিরপেক্ষ এই সম্পর্কে আমার কোন মত নেই। Seth★Freaking★Noman (→Chat) ০৫:০৫, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সম্প্রদায়ে আলোচনা ছাড়া দুবছরের বেশি নিষ্ক্রিয় থাকা প্রশাসকত্বের বৈশ্বিক নীতির বিরোধী৷ বেলায়েতভাইয়ের বাংলা উইকিপিডিয়া আলাপপাতায় এই আলোচনা সম্বন্ধে জানানো হয়েছে; তারপরও উনি সেখানে সম্পাদনা চালিয়ে গেছেন, কিন্তু এখানে এখনও জানান নি যে উনি এখানে সক্রিয় থাকতে ইচ্ছুক কিনা৷ Hrishikes (আলাপ) ০৮:৪৯, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
বেলায়েত ভাই, উইকিসংকলনে বা উইকিপিডিয়া , কোথায় তেমন ভাবে সময় দিচ্ছেন না , সময় ডিতে পারছে না । আমাদের নীতিমালা অনুসারে বছরে �১০০টি সম্পাদনা একজন প্রশাসকের কাছ থেকে আশা করা হয় । সেটা প্রশাসকের কাজ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার শেষ করা কাজ , এখানে। তিনি এখানে কোনো উত্তর দেন নি । প্রায় দুই বছর হতে চলল । কারুর কোনও আপত্তি না থাকলে আমি আমি মেটাতে ডি-অয়াডমিনশিপের আবেদন করব এখানে । সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি এখানে মেটাতে একজন প্রশাসকের জন্য বছরে ন্যুনতম ১০০টি সম্পদনা করতে হবে , নইলে যে কেউ প্রশাসকত্ব বাতিল করতে সরাসরি এখানে আবেদন করতে পারবেন। তার জন্য এখানেও নতুন করে আলোচনার দরকার নেই । এই বছরে ১০০টি সমাদনার উপর কাড়ুন কোনো আপত্তি থাকলে করতে পারেন। Jayanta(জয়ন্ত) ০৭:৩৪, ২৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  সমর্থন @Bellayet: এই আলাপটা দেখুক।
মাহির২৫৬ (আলাপ) ১৮:০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
বাতিলের আবেদন করা হয়েছে । [এখানে] ।
  সমর্থন বোধিসত্ত্ব (আলাপ) ১৭:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]