উইকিসংকলন:বাংলার জীবন্ত ঐতিহ্য মুদ্রণ সংশোধন অভিযান ২০২৩/নিয়মাবলী

বাংলার জীবন্ত ঐতিহ্য মুদ্রণ সংশোধন অভিযান ২০২৩
১লা ফেব্রুয়ারি, ২০২৩ – ৩০শে নভেম্বর, ২০২৩

কিভাবে করবেন?

কি ভাবে মুদ্রণ সংশোধন করবেন ?
  1. অনেক সময় বিভিন্ন শৈলীতে একই কাজ করা যায়। কোন বইয়ের প্রথম সম্পাদক যে শৈলী চালু করবেন, যথা হেডার ও ফুটার, পরিচ্ছেদ শিরোনামের বিন্যাসন, সেগুলি তিনি নির্ঘণ্ট আলাপ পাতায় উল্লেখ করবেন, যাতে অন্যরা তার সঙ্গে সাযুজ্য রেখে সম্পাদনা চালাতে পারেন। এই শৈলী নিয়ে কারোর আপত্তি থাকলে সেটা তিনি ঐ আলাপ পাতাতেই আলোচনা করবেন। বেশি বিতর্ক হলে বিচারক মণ্ডলী হস্তক্ষেপ করবেন।
  2. স্ক্যানে যা আছে, যতদূর সম্ভব পরিলেখন তেমনটা হওয়া চাই। ছাপার ভুল থাকলে সেটা রাখতে হবে; শুদ্ধ বানান যদি না দেখালেও চলে, তবে sic টেমপ্লেট এবং শুদ্ধ বানান দেখাতে চাইলে {{SIC}} টেমপ্লেট ব্যবহার করা যাবে। অনেক সময়ে স্ক্যানের ভুল থাকে (ছাপার ভুল নয়), যথা র, য় ইত্যাদির ফুটকি বা নুক্ত, রেফ, ঋ-কার, হসন্ত ইত্যাদি ছোট জিনিস অনেক সময় স্ক্যানে ফুটে ওঠে না, এধরনের জিনিস, যেখানে ভুলটা স্ক্যানের ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো সরাসরি শুদ্ধ করে দেওয়া যাবে।
  3. বইয়ের পৃষ্ঠাসংখ্যা, বই বা পরিচ্ছেদের নাম স্ক্যান অনুযায়ী হেডার বা ফুটারে রাখতে হবে। দুই বা বেশি কলাম থাকলে {{Rh}} টেমপ্লেট ব্যবহার বাধ্যতামূলক থাকবে; একটি কলাম থাকলে {{Rh}} টেমপ্লেট অথবা অবস্থান অনুযায়ী {{ডানে}}, {{কেন্দ্র}} বা {{বামে}} টেমপ্লেট ব্যবহার করা যাবে। অনুসৃত শৈলী নির্ঘণ্ট আলাপ পাতায় উল্লেখ করতে হবে, যাতে অন্যরা সাযুজ্য রাখতে পারেন।
  4. পৃষ্ঠাঙ্ক ও বইয়ের নাম ছাড়াও, কিছু পাতা পরপর বইয়ের ফুটার অংশে বিশেষ কোন সংখ্যা বা শব্দ (সচরাচর বইয়ের নামের সংক্ষিপ্ত রূপ) থাকে, এগুলো বই ছাপা ও বাঁধাইতে সাহায্য করে। এই মুদ্রণ বা বাঁধাই চিহ্নগুলি রাখলেও চলবে, না রাখলেও চলবে; কিন্তু রাখলে সেটা নির্ঘণ্ট আলাপ পাতায় শৈলী হিসাবে উল্লেখ করতে হবে।
  5. দুটি অনুচ্ছেদের মাঝে একটা খালি লাইন রাখুন।
  6. পাতার শেষে যদি অনুচ্ছেদেরও শেষ হয়, তবে তার নিচে একটা আলাদা লাইনে {{nop}} টেমপ্লেট রাখুন, যাতে পরিভুক্তির সময় অনুচ্ছেদটি পরের পাতার প্রথম অনুচ্ছেদের সঙ্গে একই লাইনে জুড়ে না যায়।
  7. গুগল ওসিআর করা অধিকাংশ পাতার শুরুতে একটা অদৃশ্য বাইট অর্ডার মার্ক থাকে। এতে একটা অনাবশ্যক পংক্তি-বিভাজনের সৃষ্টি হয়। এটি দূর করতে পাতার প্রথম বর্ণটি ডিলিট করুন, আরেকবার ব্যাকস্পেস টিপুন, এরপর বর্ণটি আরেকবার লিখে দিন।
  8. ছাপা বইতে বন্ধনীবদ্ধ শব্দের আগে ও পরে, দাঁড়ি ও অন্যান্য যতিচিহ্নের আগে, — এর আগে ও পরে ফাঁক থাকে, পরিলেখনের সময় আগের ফাঁকগুলি বাদ যাবে তবে পরে একটি ফাঁক থাকবে। বন্ধনিরবদ্ধ শব্দের আগের আর পরের উভয় ফাঁক বাদ যাবে।
  9. ছাপা বইতে প্রতি অনুচ্ছেদের প্রথম লাইনের শুরুতে একটা ফাঁক থাকে। এই অনুচ্ছেদ-খাঁজ সাধারণভাবে {{ফাঁক}} টেমপ্লেটের সাহায্যে করা হবে। প্রতি পাতায় বহু অনুচ্ছেদ থাকলে {{Indent}} টেমপ্লেটের বিভিন্ন রূপ ব্যবহার করা যাবে।
  10. বইতে কবিতা থাকলে সেটাকে পাতার মাঝখানে রাখতে {{Block center}} টেমপ্লেট ব্যবহৃত হবে। কবিতার শুরুতে <poem> ও শেষে </poem> যোগ করতে হবে।
  11. ছাপা বইতে উদ্ধৃতিচিহ্ন বক্র (‘’) হয়, ঋজু ('') নয়।
  12. উইকিসম্পাদকের বর্ণমালায় বাংলা দাঁড়ি চিহ্নটি ভুল আছে, সেটি ব্যবহৃত হবে না; দেবনাগরী বর্ণমালা থেকে দাঁড়ি চিহ্ন (।) নেওয়া যেতে পারে।
  13. গুগল ওসিআরে রেফের পর দ্বিত্ব (র্ব্ব, র্ম্ম, র্দ্ধ, র্ত্ত, র্য্য), ও শ্র ও আরও কিছু র-ফলার ক্ষেত্রে বাংলা র-স্থলে অসমীয়া ৰ থাকে। অপেক্ষিত থাকবে যে সংশোধকরা এগুলো শুধরে নেবেন। পরিলেখন শুরু করার আগে পাতার বাঁ দিকের সরঞ্জাম-দণ্ড থেকে Cleanup সরঞ্জামটি ব্যবহার করুন। তাতে অসমিয়া ৰ, অনাবশ্যক পংক্তি-বিভাজন ও অন্যান্য পরিষ্করণের কাজ একবারে হয়ে যাবে।
  14. লেখা বড় করতে হলে {{larger}}, {{x-larger}}, {{xx-larger}} ইত্যাদি বা ছোট করতে হলে {{smaller}} টেমপ্লেটগোষ্ঠী ব্যবহৃত হবে, বর্তমানে অপ্রচলিত <big> ট্যাগ একান্ত জরুরী না হলে ব্যবহৃত হবে না; ফন্ট-আকার নির্দিষ্ট করে দেয়, এমন কোন টেমপ্লেটও ব্যবহৃত হবে না, যেহেতু ফন্ট-আকার কি হবে, সেটা পাঠকের অধিকারভুক্ত।
  15. যদি পাতায় কোন ছবি থাকে, সেটাকে বই যেখানে আছে, উইকিসংকলন বা কমন্স, সেখানেই আপলোড করতে হবে, বইয়ের অনুরূপ কপিরাইট হবে, {{extracted from}} টেমপ্লেটের সাহায্যে বইয়ের সঙ্গে যোগ দেখানো যাবে, বইয়ের নামে একটি বিষয়শ্রেণী বানিয়ে সেখানে ছবিগুলো রাখতে হবে। এই বিষয়শ্রেণী তৈরি হলে বইটিও তাতে থাকবে।
বিবরণ
বিবরণ
নিয়মাবলী
নিয়মাবলী
তালিকা
বইয়ের তালিকা
অংশগ্রহণকারী
অংশগ্রহণকারী
সাহায্য কেন্দ্র
আলোচনা
প্রগতি
প্রগতি