ভারতীয় মুদ্রণের দুই শতক প্রতিযোগিতা ২০২১
১৫ই মার্চ, ২০২১ — ১৪ই এপ্রিল, ২০২১

উইকিপদক

সম্পাদনা

পুরস্কার

সম্পাদনা

সম্ভাব্য পুরস্কার

সম্পাদনা
  • প্রথম - ১টি বই, ১টি টি-শার্ট, ২টি মেমেন্টো ও ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ডিজিটাল সার্টিফিকেট
  • দ্বিতীয় - ১টি বই, ১টি টি-শার্ট, ১টি মেমেন্টো ও ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ডিজিটাল সার্টিফিকেট
  • তৃতীয় - ১টি টি-শার্ট, ১টি মেমেন্টো ও ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ডিজিটাল সার্টিফিকেট
  • চতুর্থ ও পঞ্চম - ১টি করে টি-শার্ট ও ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ১টি করে ডিজিটাল সার্টিফিকেট

যে পুরস্কার পাঠানো হল

সম্পাদনা
  • প্রথম - ১টি বই, ১টি টি-শার্ট, ১টি জীবাণু নিরোধক কিট (কোভিড পরিস্থিতির জন্য), ১টি মেমেন্টো ও ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ডিজিটাল সার্টিফিকেট
  • দ্বিতীয় - ১টি বই, ১টি টি-শার্ট, ১টি জীবাণু নিরোধক কিট (কোভিড পরিস্থিতির জন্য) ও ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ডিজিটাল সার্টিফিকেট
  • তৃতীয় - ১টি টি-শার্ট, ১টি মেমেন্টো ও ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ডিজিটাল সার্টিফিকেট
  • চতুর্থ - ১টি টি-শার্ট ও ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ১টি ডিজিটাল সার্টিফিকেট
  • পঞ্চম - ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে ১টি ডিজিটাল সার্টিফিকেট (ভারতের অধিবাসী নয় বলে টি-শার্ট পাঠানো গেল না)

পুরস্কার প্রদানের পদ্ধতি

সম্পাদনা

প্রতিযোগিতার শেষে সংগঠকদের তরফ থেকে বিজয়ীদের নিকট তাঁদের ঠিকানা সংগ্রহ করা হবে এবং ব্রিটিশ লাইব্রেরি ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের সংশ্লিষ্ট আধিকারিককে পাঠিয়ে দেওয়া হবে। এই দুই সংগঠন প্রতিযোগীদের পুরস্কার পাঠানোর দায়িত্ব নেবে।

  • যে কোন দেশে বসবাসকারী বিজয়ীদের ব্রিটিশ লাইব্রেরি একটি করে ডিজিটাল সার্টিফিকেট পাঠাবে।
  • ভারতে বসবাসকারী বিজয়ীদের পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল বাকি উপহার পাঠাবে।
  • ভারত ব্যতিরকে অন্যান্য দেশে বসবাসকারী বিজয়ীদের বাকি পুরস্কার পাঠানো সম্ভব হবে না।
বিবরণ
বিবরণ
নিয়মাবলী
নিয়মাবলী
বইয়ের তালিকা
বইয়ের তালিকা
অংশগ্রহণকারী
অংশগ্রহণকারী
পুরস্কার
পুরস্কার
সাহায্য কেন্দ্র
আলোচনা
প্রগতি
প্রগতি
ফলাফল
ফলাফল