উইকিসংকলন:উইকিসংকলন কী?

(উইকিসংকলন:What is Wikisource? থেকে পুনর্নির্দেশিত)



 উইকিসংকলন (English: Wikisource; উইকিসোর্স) একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে স্থিত বইপ্রেমী স্বেচ্ছাসেবকদের এক মুক্ত জ্ঞান সম্প্রদায় তৈরি ও সমৃদ্ধ করে থাকেন। বর্তমানে যে ৭৭টি ভাষায় উইকিসংকলন প্রকল্প রয়েছে, তার মধ্যে আমাদের প্রিয় বাংলা ভাষাও আছে। বিভিন্ন ভাষার উইকিসংকলন প্রকল্পের জন্য যে ওয়েবসাইটগুলি রয়েছে, সেগুলিকে উইকিমিডিয়া ফাউণ্ডেশন নামক একটি মার্কিন অলাভজনক সংস্থা পরিচালনা করে।

 উইকিসংকলনে পাবলিক ডোমেইনে প্রাপ্ত, কপিরাইটমুক্ত বা মুক্ত লাইসেন্সে ছাড়প্রাপ্ত বইপত্র, নথি, পুঁথি, পত্র, পত্রিকা ইত্যাদির স্ক্যান রাখা হয়, শুধু তাই নয়, বরং এই প্রকল্পে সেই স্ক্যানগুলিকে স্বেচ্ছাসেবকদের দ্বারা ইউনিকোডে রূপান্তর ও মুদ্রণ সংশোধন করে ইন্টারনেটে অনুসন্ধানযোগ্য করার ব্যবস্থা করা হয়। ইউনিকোড লেখাগুলিকে সংশ্লিষ্ট স্ক্যানের সঙ্গে মিলিয়ে দেখা যায় বলে উইকিসংকলনের সংগ্রহের লেখাগুলিকে যাচাই করে নিখুঁত ভাবে রাখা সম্ভব হয়। এই কারণে উইকিসংকলন অন্যান্য অনলাইন গ্রন্থাগারের চেয়ে অনেকটাই স্বতন্ত্র। এছাড়া, উইকিসংকলন সম্প্রদায় অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষায় সাহিত্যকর্ম অনুবাদ করেও থাকেন।

ইতিহাস

সম্পাদনা

 উইকিসংকলন যখন প্রথম তৈরি করার কথা ভাবা হয়, তখন এটিকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথির অনলাইন সংগ্রহালয় হিসেবে রাখার কথাই ভাবা হয়েছিল। এই নথিগুলি সংরক্ষণ করার উদ্দেশ্য ছিল যাতে উইকিপিডিয়ার নিবন্ধগুলির জন্য প্রাথমিক তথ্যসূত্র হিসেবে এগুলিকে ব্যবহার করা যায়। গুটেনবার্গ প্রকল্পের (English: Project Gutenberg; প্রোজেক্ট গুটেনবার্গ) অনুকরণে শুরুতে এই প্রকল্পটিকে সোর্সবার্গ প্রকল্প (English: Project Sourceberg; প্রোজেক্ট সোর্সবার্গ) নাম দেওয়া হয়েছিল। সোর্সবার্গ প্রকল্প ps.wikipedia.org এই ঠিকানায় শুরু হলেও ২০০৩ খ্রিস্টব্দের ২৪শে নভেম্বর তারিখে এটিকে sources.wikipedia.org ঠিকানায় স্থানান্তরিত করা হয়। সেই বছর ডিসেম্বর মাসে এই প্রকল্পের নাম পরিবর্তন করে নাম রাখা হয় উইকিসোর্স। অবশেষে ২০০৪ খ্রিস্টাব্দের ২৩শে জুলাই মাসে এই প্রকল্পটিকে http://wikisource.org এই ঠিকানায় স্থানান্তরিত করা হয়।

 উইকিসোর্স ওয়েবসাইটে ডান থেকে বাম দিকে লিখতে অসুবিধা হওয়ায় ২০০৪ খ্রিস্টাব্দের আগস্ট মাসে হিব্রু ভাষার জন্য স্বতন্ত্র ওয়েবসাইট তৈরি হয়। ২০০৫ খ্রিস্টাব্দের ১২ই মে, বিভিন্ন ভাষার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট খোলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী সেই বছর ২৩শে আগস্ট ১৪টি ভাষা এবং ১১ই সেপ্টেম্বর ইংরেজি সহ আরো ৮টি ভাষা স্বতন্ত্র ওয়েবসাইট লাভ করে। ২০০৭ খ্রিস্টাব্দের ২৬শে সেপ্টেম্বর বাংলা ভাষার জন্য https://bn.wikisource.org ঠিকানায় আলাদা ওয়েবসাইট তৈরি হয় এবং এই প্রকল্পকে বাংলায় উইকিসংকলন নাম দেওয়া হয়।

 
উইকিসংকলনের বর্তমান লোগো
 
উইকিসংকলনের প্রথম লোগো

 যেহেতু উইকিসংকলনের প্রথমদিককার নাম ছিল সোর্সবার্গ, তাই একটি হিমশৈলের (English Iceberg; আইসবার্গ) ছবি নিয়ে এই প্রকল্পের প্রথম লোগো তৈরি করা হয়, যা ২০০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল থাকে। কিন্তু আইনগত ও প্রযুক্তিগত কারণে এই লোগোটি বাতিল করে হিমশৈলের ভেক্টর লোগো দিয়ে প্রতিস্থাপন করা হয়।

পরিসংখ্যান

সম্পাদনা

 ২০২৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস অব্দি, মোট ৭৯টি ভাষায় উইকিসংকলন ওয়েবসাইট রয়েছে যার মধ্যে ৭৭টি সক্রিয় এবং ২টি বন্ধ রয়েছে। সব সক্রিয় উইকিসোর্স সাইটগুলিতে মোট ৪৯,৫০,৪৯৯ জন নিবিন্ধিত ব্যবহারকারী ৬১,৬৪,৪৯৬টি পাতা তৈরি করেছেন, যাঁদের মধ্যে ২,৮০২ জন বর্তমানে সক্রিয় রয়েছেন। এর মধ্যে বাংলা ভাষার উইকিসংকলনে বর্তমানে ৩৪ জন সক্রিয় ব্যবহারকারী ১৭,০৮৪টি পাতা তৈরি করেছেন।

উইকিসংকলনে কি থাকবে আর কি থাকবে না?

সম্পাদনা

উইকিসংকলনে কি ধরণের লেখা থাকবে?

  1. বাংলা ভাষায় উপলব্ধ পাবলিক ডোমেইনে প্রাপ্ত বা কপিরাইটমুক্ত বা মুক্ত লাইসেন্সে ছাড়প্রাপ্ত পূর্ব-প্রকাশিত বইপত্র, পত্রপত্রিকা ইত্যাদি
  2. বাংলা ভাষায় উপলব্ধ পাবলিক ডোমেইনে মুক্ত সরকারি দলিল দস্তাবেজ এবং ঐতিহাসিক নথি
  3. বাংলা ভাষায় উপলব্ধ প্রাচীন হস্তলিখিত পুঁথি
  4. উইকিসংকলন সম্প্রদায় দ্বারা বাংলা ব্যতীত অন্যান্য ভাষায় উপলব্ধ পূর্বপ্রকাশিত বইপত্র, নথি, পুঁথি ইত্যাদির অনুবাদ

উইকিসংকলনে কি ধরণের লেখা থাকবে না?

  1. উৎস স্ক্যান ছাড়া কোন লেখা
  2. কপিরাইট বিধি লঙ্ঘন করে এমন কোন বইপত্র, পত্রপত্রিকা, নথি, দলিল, দস্তাবেজ ইত্যাদি
  3. যে কোন লেখকের অপ্রকাশিত রচনা
  4. কপিরাইটের অধীন তথা জীবিত লেখকেদের অপ্রকাশিত পাণ্ডুলিপি
  5. জীবিত লেখকদের মুক্ত লাইসেন্সে ছাড়প্রাপ্ত স্ব-প্রকাশিত বই বা অর্থের বিনিময়ে প্রকাশিত বই