উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/কবিতা ও গান/বাবার চিঠি

বাবার চিঠি

মাগো আমার সুখলতা, টুনি, মণি, খুশি, তাতা,
কাল আমি খেয়েছি শোন, কি ভয়ানক নেমন্তন,

জলে থাকে একটা জন্তু  দেখতে সে ভয়ানক কিন্তু!
মাছ নয়, কুমির নয়,  করাত আছে ছুতার নয়,
লম্বা লম্বা দড়ি রাখে,  লাঠির আগায় চোখ থাকে;
তার যে কতগুলো পা  ঢের লোকে তা জানেই না;
দুটো পা যে ছিল তার,  বাপরে সে কি বলব আর!
চিমটি কাটত তা দিয়ে যদি  ছিড়ে নিত নাক অবধি!

তার মাথাটা কচকচিয়ে  খেয়েছিলাম মুলো দিয়ে।
আর একটা সে কিসের ছা  নাইকো মাথা নাইকো পা!
কিন্তু তার মাকে জানি  তার আছে পা দুখানি!
আরেকটা সে কি যে ছিল, খেতে খেতে পালিয়ে গেল।