এখানে দিনের রং বদলায়/আমার ভেলেণ্টাইন ডে
আমার ভেলেণ্টাইন ডে
আমার সে অর্থে ভেলেণ্টাইন ডে নেই
আমার রোজই ভেলেণ্টাইন
পত্নী পুত্র মা পরিজনকে নিয়ে
রোজই অঘোষিত ভেলেণ্টাইন ডে আমার।
রোজ এটা চাই তো ওটা চাই পত্নীর আবদার
সকালে বাজার ব্যাগ হাতে ধরিয়ে ফর্দ দেওয়া
মতের কিছু বৈষম্যতে কথা কাটাকাটি তর্ক
কিছু মান কিছু অভিমান নিয়ে কথা বন্ধ হওয়া
আবার দীর্ঘক্ষণের কথা বন্ধ থাকার অসহনীয়তা
যেচে কথা বলা, রাতে ঠেস দিয়ে একে অপরকে খোঁচা দেওয়া
সব মিলিয়ে যে ভেলেণ্টাইন
তা কি ওই এক দিনে সব পাওয়া যায়!
মনে পড়ে আজ স্কুল জীবনের কথা।
মেয়েরা আমার সাথে কথা বলতে আগ্রহ দেখাত না।
ছিপ ছিপে পাতলা চেহারা আর বাদামি চামড়া
কি মেয়েদের পছন্দ যে কথা বলবে আমার সাথে!
তাও কথার রকম বাজি ছিল আমার অজানা একেবারে।
মেয়েদের আশে পাশে ঘেঁষতেও ছিল আমার সংকোচ।
কলেজেও একই রকম ছিল আমার স্বভাব চরিত্র।
তাই প্রেম হয়ে ওঠেনি আমার।
নিরসের আবার প্রেম হয় নাকি!
প্রেমের জীবন শুরু একেবারে বিয়ের পিঁড়িতে
সে চলে আসছে আজ অব্দি।
কাজেই আমার নিজস্ব ভেলেণ্টাইন ডে নির্দিষ্ট দিন মেনে নয়
রোজই আমার ভেলেণ্টাইন ডে।
যে ভেলেণ্টাইন ডে আমাকে হাসায়,
আমাকে বিরক্ত করে, আমাকে খুনশুটি করে
আমাকে ভরিয়ে রাখে নিজস্ব মহিমায়।