এখানে দিনের রং বদলায়/তোমার কবিতার সরব পঙক্তিমালা

তোমার কবিতার সরব পঙক্তিমালা

কোথাও যেন বারুদ পুড়ছে
কেমন কটু বারুদ পোড়া গন্ধ
লাশের গন্ধ যেন ভাসছে বাতাসে।

কোথা থেকে আসছে কোলাহলের তীব্র আওয়াজ
মানছি না-মানব না শ্লোগানে মুখরিত আকাশ বাতাস।

নদীর জলে তীব্র ঢেউ,
নৌকা ছুটছে কোন ঠিকানায়!
মাঝি বলছে, ‘সামাল’— ‘সামাল’—
বেসামাল নৌকা-টালমাটাল
যেন রাতে সেই পরিচিত মাতাল
বাড়ির গেটে এসেও চিনতে পারে না
নিজের বাড়ি।

স্লোগান মুখর দীর্ঘ মিছিলে
কাদের মুখ ভেসে বেড়ায়।
মুখের মিছিল নাকি
তোমার কবিতার সরব পংক্তিমালা!