এখানে দিনের রং বদলায়/কবির জন্মদিনে

কবির জন্মদিনে

কবির জন্মদিনে কবিতার সমারোহ দেখে
পুলকিত হয় টবের গাছপালা,
আরও প্রসারিত করে তাদের ডালপালা
ফুলে ফুলে ভরে ওঠে প্রত্যেকটি ডাল।
কবির সঙ্গে কবিতারও মঙ্গল কামনা করে।

কবি সন্তুষ্ট হয়ে ওঠেন
জলের ঝর্না নিয়ে গাছের গোড়া, পাতায় জল ছেটান
আর পরিতৃপ্তিতে ভরে ওঠে কবির মন।

গাছপালারা খুশিতে খিলখিল করে হেসে ওঠে।