এখানে দিনের রং বদলায়/নিখোঁজ সংবাদ

নিখোঁজ সংবাদ

‘আমি এক দিন নিখোঁজ হব’
এমনই বিজ্ঞাপন দিয়ে চলছিল
বেশ কিছু দিন ধরে।

কেউ কেউ ভেবেছিল মজা তামাশা করে লোকে কত কথা বলে
বিজ্ঞাপনী প্রচার দিয়ে কেউ কি কোনওদিন নিখোঁজ হয়েছিল
নাকি হয়েছে।

কেউ কেউ বলল পাগলের প্রলাপ
আবার কেউ কেউ খোঁজ-খবর করতে শুরু করে দিল
ওর বংশে পাগলের বাতিক আছে কি না।

বাপ, ঠাকুরদা কিংবা দাদু দিদিমার বংশে কেউ কি কোনওদিন পাগল হয়েছিল।

এ রকমই নানা কথা শুরু হল।
নানা গুঞ্জনে পাড়া প্রতিবেশী কাকিমাদের দুপুরের ঘুম
কেড়ে নিল বিজ্ঞাপনী প্রচারে।

এক সময় সবাই প্রচারের কথা ভুলে গেল।

আর সত্যিই এক দিন প্রজাপতি নিখোঁজ হয়ে গেল।
সবাই অবাক হয়ে হতভম্বের মতো জিজ্ঞাসু হয়ে ওঠে সত্যি!