এখানে দিনের রং বদলায়/মা
(পৃ. ২৩)
মা
রোজ সকালে ঘুম থেকে ওঠে যাকে দেখতে চাই
সে তুমি।
তুমি যখন দরজায় এসে দাঁড়াও
আমার ঘুমের সব জড়তা দূরে সরে যায়
আমি দেখি সূর্য দাঁড়িয়ে আমার দরজায়
আমি পুণ্য স্নান করি।
ওঁং জবা কুসুম মন্ত্র পড়ে সূর্যার্ঘ্য না দিলেও চলে।
সারা দিন শত কাজের ব্যস্ততায় ও
সকালবেলা টাটকা হয়ে থাকে মনে
সকালবেলায় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত
সূর্যের প্রশান্তি ছড়িয়ে রাখে আমায়।