এখানে দিনের রং বদলায়/এক নারী আমার মা

এক নারী আমার মা

আমি এক নারীর গর্ভে জন্মেছিলাম
এক নারী আমাকে গর্ভে ধারণ করেছিলেন
আদরে সোহাগে শাসনে প্রশ্রয়ে
লালন করেছিলেন এক নারী
তিল তিল পরিশ্রম আর ত্যাগ করেছিলেন এক নারী।

দুষ্টুমি করার দায়ে শাস্তি দিতেন এক নারী
আবার আদরে বুকে টেনে নিতেন এক নারী।

জীবনের সব সুখ, আরাম, ঐশ্বর্য
তুচ্ছ করেছিলেন এক নারী।

আমার সকল কাজে পরামর্শ আর প্রেরণা
দিতেন এক নারী
আমার সাফল্যে খুশি আর ব্যর্থতায় কষ্ট
পেতেন এক নারী
আমার মঙ্গল কামনার দিন রাত
ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন এক নারী
যে নারী কামনা করতেন
আমি যেন থাকি দুধে ভাতে।

তিনি আমার মা
আমার মা, আমার স্নেহময়ী জননী

আমার মা জগতের সেরা নারী, এক মা
ধন্য আমি এই আলো বাতাসে।