এখানে দিনের রং বদলায়/মেরুদণ্ড ৮
(পৃ. ১৬)
মেরুদণ্ড ৮
সব মেরুদণ্ড সমান নয়,
সোজা রাখতে পারে না সবাই
নিজের মেরুদণ্ড।
এখনও কিছু বেঁচে আছে শিরদাঁড়া
এখনও স্পষ্ট উচ্চারণে
স্পষ্ট কথা বলে।
টানটান শিরদাঁড়াগুলি মাথা উঁচু করে
দাঁড়িয়ে থাকতে পারে অসমান মাটির উপর।
খাপ থেকে ঝনাৎ শব্দে তরবারি বের হওয়ার মতো
ঠিক সময়ে শিরদাঁড়াগুলি নিজেদের অস্তিত্ব
জানিয়ে দেয়।
কিছু কিছু মেরুদণ্ড শিরদাঁড়া হয়ে
বেঁচে আছে এখনও।