এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্ব্বাবস্থা/গান্ধারী

গান্ধারী।

 গান্ধারী আপনার স্বামীর অন্ধতা জন্য আপন চক্ষু আচ্ছাদন করিয়া রাখিতেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব্বে আপনার স্বামীর নিকট পুত্রদিগের অধর্ম্ম আচরণ উল্লেখ করিয়া বলিয়াছিলেন, “ধর্মের জয়—অধর্ম্মের কখনই জয় হয় না।”