পত্র।

শ্রীমান্ দামু বসু এবং চামু বসু
 * * * সম্পাদক সমীপেষু।


দামু বােস্ আর চামু বােসে
 কাগজ বেনিয়েছে,
বিদ্যে খানা বড় ফেনিয়েছে।
   (আমার দামু আমার চামু!)
কোথায় গেল বাবা তােমার
 মা জননী কই!
সাত-রাজার-ধন মাণিক ছেলের
 মুখে ফুটচে খই।
   (আমার দামু আমার চামু!)
দামু ছিল এক-রত্তি
 চামু তথৈবচ,
কোথা থেকে এল শিখে
 এতই খচমচ।
   (আমার দামু আমার চামু।)

সামু বলেন “দাদা আমার”
 চামু বলেন “ভাই,”
আমাদের দোঁহাকার মত
 ত্রিভুবনে নাই!
   (আমার দামু আমার চামু!)
গায়ে পড়ে গাল পাড়চে
 বাজার সর্‌গরম,
মেছুনি-সংহিতায় ব্যাখ্যা
 হিঁদুর ধরম!
   (দামু আমার চামু!)
দামুচন্দ্র অতি হিঁদু
 আরাে হিঁদু চামু
সঙ্গে সঙ্গে গজায় হিঁদু
 রামু বামু শামু—
   (দামু আমার চামু!)
রব উঠেছে ভারত ভূমে
 হিঁদু মেলা ভার,

দামু চামু দেখা দিয়েছেন
 ভয় নেইক আর।
   (ওরে দামু, ওরে চামু!)
নাই বটে গােতম অত্রি
 যে যার গেছে স’রে,
হিঁদু দামু চামু এলেন
 কাগজ হাতে করে!
   (আহা দামু আহা চামু!)
লিখ্‌চে দোঁহে হিন্দুশাস্ত্র
 এডিটোরিয়াল,
দামু বল্‌চে মিথ্যে কথা
 চামু দিচ্চে গাল।
   (হায় দামু হায় চামু!)
এমন হিঁদু মিল্‌বে নারে
 সকল হিঁদুর সেরা,
 বােস্‌ বংশ আর্য্যবংশ
 সেই বংশের এঁরা।
   (বােস্ দামু বােস্‌ চামু!)

কলির শেষে প্রজাপতি
 তুলেছিলেন হাই,
সুড়্‌সুড়িয়ে বেরিয়ে এলেন
 আর্য্য দুটি ভাই;
   (আর্য্য দামু চাম!)
দন্ত দিয়ে খুঁড়ে তুল্‌চে
 হিঁদু শাস্ত্রের মুল,
মেলাই কচুর আমদানিতে
 বাজার হুলুস্থুল।
   (দামু চামু অবতার!)
মনু বলেন “মনু আমি”
 বেদের হল ভেদ,
দামু চামু শাস্ত্র ছাড়ে,
 রৈল মনে খেদ!
   (ওরে দাম ওরে চামু!)
মেড়ার মত লড়াই করে
 লেজের দিক্‌টা মােটা,

দাপে কাঁপে থরথর
 হিঁদুয়ানির খোঁটা!
   (আমার হিঁদু দামু চামু!)
দামু চামু কেঁদে আকুল
 কোথায় হিঁদুয়ানি!
ট্যাকে আছে, গোঁজ’ যেথায়
 শিকি দুয়ানি।
   (থােলের মধ্যে হিন্দুয়ানি!)
দামু চামু ফুলে উঠ্‌ল
 হিঁদুয়ানি বেচে,
হামাগুড়ি ছেড়ে এখন
 বেড়ায় নেচে নেচে!
   (বেটের বাছা দামু চামু!)
আদর পেয়ে নাদুস্ নুদুস্‌
 আহার করচে ক’সে,
তরিবৎটা শিখ্‌লেনাক
 বাপের শিক্ষা দেবে।!
   (ওরে দামু চামু!)

এস বাপু, কানটি নিয়ে,
 শিখ্‌রে সদাচার,
কানের যদি অভাব থাকে
 তবেই নাচার!
   (হায় দামু হায় চামু!)
পড়াশুনাে কর, ছাড়’
 শাস্ত্র আষাঢ়ে,
মেজে ঘােষে তােল্‌রে বাপু
 স্বভাব চাষাড়ে।
   (ও দামু ও চামু।)
ভদ্রলােকের মান রেখে চল্
 ভদ্র বলবে তােকে,
মুখ ছুটোলে কুলশীলটা
 জেনে ফেল্‌বে লােকে!
   (হায় দামু হায় চামু!)
পয়সা চাও ত পয়সা দেব
 থাক সাধু পথে,

তাবচ্চ শােভতে কেউ কেউ
যাবৎ ন’ভাষতে!
(হে দামু হে চামু!)