কথামালা (১৯৪৪)/কাক ও জলের কলসী

কাক ও জলের কলসী।

এক তৃষ্ণার্ত্ত কাক, দূর হইতে জলের কলসী দেখিতে পাইয়া, আহ্লাদিত হইয়া, ঐ কলসীর নিকটে উপস্থিত হইল, এবং জলপান করিবার নিমিত্ত, নিতান্ত ব্যগ্র হইয়া, কলসীর ভিতর ঠোঁট প্রবেশ করাইয়া দিল। কিন্তু, কলসীতে জল অনেক নীচে ছিল, এজন্য, কোনও মতে, সে পান করিতে পারিল না। তখন সে প্রথমতঃ কলসী

ভাঙ্গিয়া ফেলিবার চেষ্টা পাইল; পরে কলসী উল্টাইয়া দিয়া, জলপান করিবার চেষ্টা করিল; কিন্তু, জলের অল্পতাপ্রযুক্ত, তাহার কোন চেষ্টাই সফল হইল না। অবশেষে, কতকগুলি লুড়ি, সেই খানে পড়িয়া আছে দেখিয়া এক একটী করিয়া সমুদয় লুড়িগুলি কলসীর ভিতরে ফেলিল। তলায় লুড়ি পড়াতে জল কলসীর মুখের গোড়ায় উঠিল; তখন কাক ইচ্ছামত জলপান করিয়া তৃষ্ণা নিবারণ করিল।

বলে যাহা সম্পন্ন না হয়, কৌশলে তাহা সম্পন্ন হইতে পারে! কাজ আটকাইলে বুদ্ধি যোগায়।

তৃষ্ণার্ত্ত—পিপাসায় কাতর।
অল্পতা—কম, ন্যূনতা।

আহ্লাদিত—আনন্দিত, সন্তুষ্ট।
প্রযুক্ত—হেতু, জন্য।





সফল—কৃতকার্য্য, সার্থক।
তৃষ্ণা—পিপাসা।
সম্পন্ন—সমাহিত, সাধিত।

ইচ্ছামত—ইচ্ছানুযায়ী।
নিবারণ—দূর।
কৌশলে—ফিকিরে।