কথামালা (১৯৪৪)/বালকগণ ও ভেকসমূহ

বালকগণ ও ভেকসমূহ।

কতকগুলি বালক, এক পুষ্করিণীর ধারে খেলা করিতেছিল। খেলা করিতে করিতে, তাহারা দেখিতে পাইল, জলে কতকগুলি ভেক ভাসিয়া রহিয়াছে। তাহারা ভেকদিগকে লক্ষ্য করিযা, ডেলা ছুড়িতে আরম্ভ করিল; ডেলা লাগিয়া কয়েকটী ভেক মরিয়া গেল। তখন একটা ভেক বালক- দিগকে বলিল, “ওহে বালকগণ, তোমরা এ নিষ্ঠুর খেলা ছাড়িয়া দাও। ডেলা ছোড়া তোমাদের পক্ষে খেলা বটে; কিন্তু আমাদের পক্ষে প্রাণনাশক হইতেছে।”


পুষ্করিণী—পুকুর।
প্রাণনাশক—জীবন ধ্বংসকারী।


লক্ষ্য করিয়া—উদ্দেশ করিয়া।
নিষ্ঠুর—নির্দ্দয়।