কথামালা (১৯৪৪)/রাখাল ও ব্যাঘ্র

রাখাল ও ব্যাঘ্র।

এক রাখাল, কোনও বনে গরু চরাইত। ঐ মাঠের নিকটবর্ত্তী বনে বাঘ থাকিত। রাখাল, তামাসা দেখিবার নিমিত্ত, মধ্যে মধ্যে বাঘ আসিয়াছে বলিয়া, উচ্চৈঃস্বরে চীৎকার করিত। নিকটস্থ লোকেরা, বাঘ আসিয়াছে শুনিয়া, অতিশয় ব্যস্ত হইয়া, তাহার সাহায্যের নিমিত্ত, তথায় উপস্থিত হইত। রাখাল দাঁড়াইয়া, খিল্ খিল্ করিয়া হাসিত। আগত লোকেরা অপ্রস্তুত হইয়া, চলিয়া যাইত।

 অবশেষে, একদিন সত্য সত্যই বাঘ আসিয়া, তাহার পালের গরু আক্রমণ করিল। তখন রাখাল, নিতান্ত ব্যাকুল হইয়া, বাঘ আসিয়াছে বলিয়া, উচ্চৈঃস্বরে চীৎকার করিতে লাগিল। কিন্তু সে দিন এক প্রাণীও তাহার সাহায্যের নিমিত্ত উপস্থিত হইল না। সকলেই মনে করিল, ধূর্ত্ত রাখাল, পূর্ব্ব পূর্ব্ব বারের মত, বাঘ আসিয়াছে বলিয়া আমাদের সঙ্গে তামাসা করিতেছে। বাঘ, ইচ্ছামত পালের গরু নষ্ট করিল, এবং অবশেষে রাখালের প্রাণ- সংহার করিয়া চলিয়া গেল। নির্ব্বোধ রাখাল, সকলকে এই উপদেশ দিয়া প্রাণত্যাগ করিল যে, মিথ্যাবাদীরা সত্য বলিলেও কেহ বিশ্বাস করে না।

নিকটবর্ত্তী—নিকটস্থ, সন্নিহিত।
ব্যাকুল—ব্যস্ত, কাতর।
ইচ্ছামত—ইচ্ছানুযায়ী, মনের মত।
উপদেশ—শিক্ষা।
মিথ্যাবাদীরা—অসত্যবাদীরা।

অপ্রস্তুত—অপদস্থ, অপমানিত।
আক্রমণ—উপরে আসিয়া পড়া।
ধুর্ত্ত—শঠ, প্রতারক।
নির্ব্বোধ-মূর্খ ও বোকা।
প্রাণত্যাগ—জীবনবিসর্জ্জন।