রাজ-বিচার

(রাজস্থান)

বিপ্র কহে—“রমণী মাের
 আছিল যেই ঘরে
নিশীথে সেথা পশিল চোর
 ধর্ম্মনাশ তরে।
বেঁধেছি তারে, এখন কহ
 চোরে কি দিব সাজা?”
“মৃত্যু” শুধু কহিলা তারে
 রতনরাও রাজা।


ছুটিয়া আসি কহিল দূত-
 “চোর সে যুবরাজ।
বিপ্র তাঁরে ধরেছে রাতে,
 কাটিল প্রাতে আজ।

ব্রাহ্মণেরে এনেছি ধরে
 কি তারে দিবে সাজা?”
“মুক্তি দাও” কহিলা শুধু
 রতনরাও রাজা।

৪ঠা কার্তিক, ১৩০৬