দাস।

উন্নত হইব বলে, যে হয় প্রণত;
প্রাণরক্ষা হেতু প্রাণ দিতে যে উদ্যত।
সুখাশয়ে দুঃখ ভোগ করে অনুক্ষণ,
সেবক ব্যতীত হেন মূঢ় কোন জন।

পাব উচ্চ পদ আর রাশি রাশি ধন,
ভাবি স্বাধীনতাধন করে বিসর্জ্জন।
কিন্তু তায় জানেন যে বিড়ম্বনা কত,
কে হেরেছে হেন মুর্খ সেবকের মত।

কত কটু কথা সয় চাটুবাক্য কর,
যোগায় প্রভুর মন, পদানত রয়।
কি ফল তাহাতে ফলে ভাবেনা কখন,
এ হেন বর্ব্বর কোথা, সেবক যেমন।

মনে মনে জানে পিতা পরম দৈবত,
তাঁরে না সেরিয়া হয় প্রভুসেবারত।
ভাবিলে যাহার কায দেহ যায় জ্বলে,
বরাক দাসের সম কে আছে ভূতলে।

মুখে বলে স্বাধীনতা মহামূল্য ধন,
কাযে ভাবে পরসেবা পরম রতন।
যদি যায় দাস্য, তবে করে কায় হায়,
কে বল অবোধ হেন সেবকের প্রায়।

নরোত্তমে নাহি ভজে, নরাধমে মজে,
মহামূল্য কাল মিছে কাটায় সহজে।
অর্থ লয়ে পরমার্থ বেচে যেই জন,
পামর সেবক সম কে আছে এমন।