বঙ্গবিদ্যালয়ের বালকগণের পাঠ্য কবিতাগ্রন্থ অতি বিরল, এ কারণ আমি কবিতাকুসুমাঞ্জলি নামে এই গ্রন্থখানি রচনা করিয়াছি কিন্তু এ বিষয়ে যে কত দূর কৃতকার্য্য হইয়াছি তাহা বলিতে পারি না। ইহাতে বালকগণের শিক্ষোপযোগী কয়েকটী বিষয় সন্নিবেশিত হইয়াছে। ইহা গ্রন্থবিশেষের অনুবাদ নহে কিন্তু এই পুস্তকের কোন কোন স্থানে দুই একটী সংস্কৃত কবিস্তার ভাব গ্রহণ করা হইয়াছে। আমি কৃতজ্ঞতার সহিত অস্বীকার করিতেছি, এই পুস্তকের মুদ্রাঙ্কনকালে কলিকাতা নর্ম্ম্যাল বিদ্যালয়ের অধ্যাপক শ্রীযুক্ত মধুসূদন বাচস্পতি ও শ্রীযুক্ত রাজকৃষ্ণ গুপ্ত এই দুই মহাশয় সংশোধনবিষয়ে বিলক্ষণ আনুকূল্য করিয়াছেন। এক্ষণে বক্তব্য যে, মাদৃশ ক্ষুদ্রজনের অশক্তি কৃত কবিতাবলী যে সহৃদয় মহোদয়গণের হৃদয়গ্রাহিণী হইবে সে বিষয়ে আশা করা দুরাশা মাত্র, তবে এই ক্ষুদ্র পুস্তকের দুই একটী শ্লোকও যদি তাঁহাদের সন্তোষকর হয় তাহা হইলেই পরিশ্রম সফল বোধ করিব।
এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩০ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।