কবিতাকুসুমাঞ্জলি/অর্থই অনর্থের মূল
অর্থই অনর্থের মূল।
যদি অর্থ ব্যর্থ করে পরমার্থ ধন,
তবে কেন সেই অর্থে এত আকিঞ্চন।
যথার্থ জানিবে অর্থে-সুখলেশ নাই,
কেবল অনর্থ অর্থ ঘটায় সদাই।
ধনার্জ্জনে যত সুখ জানে সর্ব্বজনে,
ততোধিক দুঃখ হয় তাহার রক্ষণে,
বিনাশে বিশেষ ক্লেশ পায় ধনিগণ,
তবে কেন অর্থ হেতু ঘরে মর মন।
অর্থে হরে শৌচ শান্তি সত্য সাধুব্রত,
অর্থে করে বিধিমতে মানবে বিব্রত।
অর্থ লাগি ধনী করে মিত্রকেও ভয়,
অর্থ লোভে কত লোক চৌর্য্যে কৃত রয়,
অর্থে নরে করে ঠিক্ পিশাচের প্রায়।
অর্থে পরমাত্মবর্ত্ম হেলায় হারায়।
অর্থ সম রিপু নাই, জেন হে নিশ্চয়,
অর্থই সুখের পথে কণ্টকনিচয়।
তুচ্ছ বিভবের তরে নীচের সেবায়,
কেন রে অমূল্য কাল কাটাও বৃথায়।
অতএব ধনাগম-ভূষা পরিহর,
বিহর পরম সুখে শান্তিপথ ধর।
পবিত্র-পরমপদ-প্রদ পরাৎপর,
পরমেশ-পদ ভজ হইয়া তৎপর।
পাবে শান্তি, তৃষ্ণা শান্তি হবে, যাবে দুখ,
পাইবে পরম পদ, হবে চিরসুখ।