হিতোপদেশ।

সজ্জনের সহবাসে কর অভিলাষ,
গুণিগণে অনুরাগ অনিশ প্রকাশ,
পূজ্যপাদ গুরু জনে করিবে বিনয়,
পাইবে নিয়ত নিজ অপবাদে ভয়।
বিদ্যায় ব্যসন কর খলসঙ্গ ত্যজ,
পরিহর পাপপথ, সদা ক্ষমা ভজ,
যত পার কর শক্তি ইন্দ্রিয়দমনে,
সর্ব্বকাজে জগদীশে রাখিবে স্মরণে।
নিত্য সত্যে রত রও, তৃষা কৃশাকর,
সাধুজন-সরণিতে নিয়ত বিহর।

মান্য কর মান্য জনে, নিজ গুণ ঢাক,
কীর্ত্তি রক্ষা করিবারে সদা রত থাক;
যদি হয় অরি, তবু করিবে বিনয়,
দীন হীন জনে তুমি হবে দয়াময়।
সুধী জনে সেবা কর, ত্যজ নিজ মদ,
ঘুচাতে যতন কর লোকের আপদ।
অসতের সহবাস করোনা কখন,
দিবানিশি পুণ্যপথে কর বিচরণ,
সহোদরস্নেহ কর দেশবাসিজনে,
দেববোধে ভক্তি কর পিতার চরণে।
কুবচন কভু তুমি মুখে না আনিবে,
প্রত্যক্ষ দেবতা বলে মাতারে মানিবে,
ভাই ভগ্নী আদি যত পরিজন জনে
মুতত তুষিবে ভূমি স্নিগ্ধ আচরণে।
প্রাণান্তেও পরনিন্দা করো না কখন,
কার্য্যকালে পরিণাম করিবে চিন্তন,
প্রতিনিশ যাবে যবে আপন শয়নে,
করিনু কি কাজ আজি, বিচারিবে মনে।
যদি লোকপ্রিয় হবে প্রিয়শিশুগণ!
তবে এই উপদেশে রেখ নিজ মন।