মিত্র।

কে বল বিরত করে পাপপথ হতে?
কে তব সুযশ গান করে নানা মতে?
কে তোমায় পুণ্যপথে লয়ে যেতে চায়?
কে বল বিপত্তিকালে ফেলে না পলায়?
কে তব সম্পদে ভাসে সুখের সাগরে?
কেরা হয় তব দুখে কাতর অন্তরে?
কে তোমার গুপ্ত কথা করয়ে গোপন?
জান না কি তুমি তাঁরে মিত্র সেই জন।