কবিতাকুসুমাঞ্জলি/নির্ব্বেদ

নির্ব্বেদ।

একাকী এসেছ মন! একাকী যাইবে,
প্রেমাস্পদ পরিজন পড়িয়া রহিবে,
জান যদি মায়াময় মিছে এ সংসার
তবে কেন কর বৃথা আমার আমার।

কোথা রবে ধন ধান্য, রজত কাঞ্চন,
কোথা রবে হয় হস্তী শোভন ভবন,
কোথা রবে প্রিয়পত্নী প্রণয়ভাজন,
কোথা বা রহিবে সুত যতনের ধন,
কোথা রবে পরিচ্ছদ বিচ্ছেদে তোমার,
তবে কেন কর বৃথা আমার আমার।

সর্ব্বোপরি প্রিয় তব দেহ অসংশয়,
"কুশাঙ্করাঘাত যাহে কখন না সয়?”

পলালে পরাণপাখী, পিঞ্জরের প্রায়,
পড়ে রবে পথে, ফিরে কে দেখিবে তায়;
সেই ক্ষণে বন্ধুজনে করি হয় হায়
এত যতনের ধন দহিবে চিতায়,
সে দিনের কত দিন বাঁকি আছে আর,
তবে কেন কর বৃথা আমার আমার।

যেমন পথিকগণ পথিকনিবাসে
যামিনী যাপন করে হাস্যপরিহাসে,
উষাকালে যায় চলে যথা ইচ্ছা যার,
তাহাদের সনে দেখা নাহি হয় আর
তেমন জানিবে সব স্বজন তোমার,
তবে বৃথা কেন কর আমার আমার।

ছিল না আলাপ আগে স্বজনের সহ,
অবশ্য হইবে ভবে উভয় বিরহ,
তবে ক্ষণপরিচয়ে কেন মুগ্ধ রও,
অরে মন! সর্ব্বজনে সমদৃষ্টি হও;
জান যদি মনে মনে সংসার অসার
তবে কেন কর বৃথা আমার আমার।