কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/আজ শুধু
(পৃ. ৬৭)
আজ শুধু
আলো খুঁড়ে-খুঁড়ে ছায়া
ছায়া খুঁড়ে-খুঁড়ে স্মৃতি
স্মৃতি খুঁড়ে-খুঁড়ে শূন্য
আজ শূন্যের বাহার।
শুধু ছায়ার পরিধি
শুধু ঘুম, আজ
প্রতিদিন
খুঁজতে-খুঁজতে খুঁজতে খুঁজতে
দিন গেল রাত গেল
চালচুলোহীন
আর, এভাবেই শেষ হয়ে গেল
কথা