কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল

কবচকুণ্ডল

ও আমার গভীর মুখর অন্ধকার, তোমাকে প্রণাম
এই তীব্র হনন-ঋতুর নিবিড় কুহক নিঙড়ে নিতে দাও
নিয়ে এসো বিবাহ-গোধূলি, নিয়ে এসো স্মৃতি আপৎকালীন
নিয়ে এসো পরিব্রাজকের দিনলিপি, নিয়ে এসো মর্ম-ঘেঁড়া আলো
যেন শূন্যের বন্দনা থেকে জেগে উঠি রোজ, নিশি-শেষে
গাঢ় ধ্যান ও উল্লাসে ভেঙে দিয়ে দীর্ঘ শীতঘুম, কূট পরম্পরা
হন্তারক ছায়ায় নীল পৌত্তলিক দিন, এই জীবন-যাপন
আমাকে পোড়ায়, মুছে দেয় সমস্ত অলীক স্বপ্ন, ভেঙে দেয়
সব প্রতিরোধ.....

তবু খুঁজি উত্তরাধিকার, কাকে দিয়ে যাই বলো এই ভ্রমণপিপাসা
কাকে বলি জল নেই শিকড়ে আমার, শুধু দাহ কোষে-কোষে
স্নায়ুতে-স্নায়ুতে, খুঁজতে খুঁজতে চলো ফিরে যাই স্রোতের উজানে
ও আমার গভীর মুখর অন্ধকার, তোমাকে প্রণাম


শক্তিপদ ব্রহ্মচারী
শ্যামলেন্দু চক্রবর্তী
দেবপ্রসাদ কর
সুজনেষু

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)
 ৭১
 ৮৫
 ৮৫
 ৮৬
 ৮৬
 ৮৭