কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/বাবু রবীন্দ্রনাথ সমীপেষু
(পৃ. ৭৪)
বাবু রবীন্দ্রনাথ সমীপেষু
তুমি যে গান শুনিয়েছিলে সে-কথা মনে রেখেছি
মনে রবে কিনা রবে
আমাকে, সেটা অবশ্য জিজ্ঞেস করিনি
কিন্তু তোমার গানেই
জবাব পেয়েছি, এসেছিলে তুমি তবু আস নাই
এই জরুরি কথাটা জানিয়ে গিয়েছ
বিন্দু বিন্দু জল ঝরতে ঝরতে কখন যে
রক্তের সাগর হয়ে গেছে।
আর কখন হঠাৎ দুয়ারের সঙ্গে-সঙ্গে
গোটা ঘর ধ্বসে গেছে ঝড়ে
লক্ষই করিনি, তুমিও দ্যাখোনি
আসা যাওয়ার পথটাই ঝাপসা হয়ে গেছে বলে
মুকুল ঝরেনি বহুদিন
তবু একথা মনে রেখেছি তুমিই গান শুনিয়েছিলে
কোনোদিন, তাই তো
লাবণ্যে পূর্ণ ছিল সব আর গন্ধসুধা ঢেলেছিল
প্রতিটি রজনীগন্ধা
দ্যাখো, আজ সুগভীর রাত্রি নেমেছে সবখানে, কোথাও
কোলাহল নেই, নেই
জাগরণে পার-হওয়া কোনো বিভাবরী, তবু তুমি
ঠিক দাঁড়িয়ে রয়েছ গানের ও-পারে