কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/ফায়ার ব্রিগেড
(পৃ. ৭৩)
ফায়ার ব্রিগেড
তেড়ে-ফুঁড়ে শহর কাপিয়ে ছুটে যায় রাগি দমকল
আজীবন দহনের শেষে এখনো কী বাকি আছে কিছু?
প্রত্নতাত্ত্বিকের ঘাম খুঁটে-খুঁটে
খুঁজে পাওয়া যাবে দগ্ধ প্রতিমার ক্লিষ্ট অবশেষ?
ফায়ার-ব্রিগেড যায় শতাব্দীর লেলিহান আগুন নেভাতে
ক্রুদ্ধ হুইসেলে তাই ফালা ফালা হয়ে যায়
শহরের তুমুল স্তব্ধতা
আধপোড়া প্রেতশরীরের অস্থি ও কঙ্কাল খুঁড়ে
পাওয়া গেল, জীবন-বাসনা?
কোনো গুপ্ত ঘাঁটি প্রতিবিপ্লবীর?
কিংবা কোনো মহাশয় ধর্মযাজকের পবিত্র পুস্তিকা?
যে-পথে গিয়েছে অই ফায়ার ব্রিগেড
সে-পথে জুজুর ভয়, মন্ত্রপূত পিশাচের ভয়
তুমি কী সিদ্ধাই জানো?
ভীতু মানুষের জন্যে তবে লেখো দেখি এডিটরিয়াল!
যে-পথে গিয়েছে, সেই পথে ফেরে না তো ওরা
শুধু থেকে-থেকে মনে পড়ে
ক্রুদ্ধ হুইসেল